সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন অফিস থেকে প্রায় ৪ কি: মি: উত্তরে পাকা রাস্তা সংলগ্ন জায়গায় বিদ্যালয়টি অবস্থিত। এলাকার শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়ে দুইটি একতলা পাকা ভবন, দুটি আধা পাকা ভবন, ৪টি কাঁচা ভবন নির্মান করা আছে। বিদ্যালয়ে মোট ছাত্র-ছাত্রী ১১৯৯ জন। বিদ্যালয়ে ১৭ জন শিক্ষক, ১জন লাইব্রেরীয়ান, ৪ জন কর্মচারী কর্মরত আছেন। |
১৯৬৯ সালে এলাকার সমাজ কল্যাণ সমিতির সুশিক্ষিত ব্যক্তিবর্গ এবং সমাজ সেবী সদস্য এম, এ, জলিল সাহেবের নেতৃত্বে স্বর্গীয় কৃষ্ণকুমার মিত্রের ভূমিতে এবং তাহার নামে বাঘিল কে, কে, উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। তৎকালীন সময়ে এম, এ, জলিল সাহেব একটি চৌচালা টিনের ঘর দান করেন এবং আলহাজ্ব এমদাদ আলী খান অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা নগদ ৫০০ টাকা দান করেন। নিম্ন মাধ্যমিক হিসাবে প্রথম স্বীকৃতি ০১.০১.১৯৬৯ সন এবং মাধ্যমিক হিসাবে প্রথম স্বীকৃতি ০১.০১.১৯৭১ সন। প্রথম এমপিও ভূক্তির তারিখ ০১.০৯.১৯৮৪ সন। |
বাঘিল বাজার , টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস