বিন্যাফৈর উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলায় ০৭নং দাইন্যা ইউনিয়নের প্রাণ কেন্দ্র বিন্যাফৈর বাজার সংলগ্ন বিদ্যালয়ের অবস্থান। বর্তমানে দুটি পাকা ভবন ও ৪টি বারান্দাসহ চৌচালা টিনের ঘর আছে। তাছাড়া একটা পাকা মসজিদ, একটা বড় খেলার মাঠ, একটা মজা পুকুর, চার পার্শ্বে দেয়াল, মেহগনি গাছে সবুজের সমারহ ছায়ানীড়ে সুশীতল এক মনোরম প্রাকৃতিক পরিবেশে আচ্ছাদিত বিদ্যালয়টি। ভবন গুলোর ক্ষেত্রফল যথাক্রমে, ৩৯২০, ৪৭১৪, ২৬১২, ৮৭১২, ১০৮৯, ১০৮৯ বর্গফুট। ইআইআইএন ১১৪৬৯৭, বিদ্যালয় কোড ৪৫০৯, এমপিও কোড ৪২১১১৩১৩০১।
|
অত্র বিদ্যালয়টি পাক ভারত উপমহাদেশের প্রখ্যাত জননেতা এ দেশের মুকুট বিহীন সম্রাট মরহুম মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব প্রতিষ্ঠাতা। এ এলাকার গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের সন্তানদের শিক্ষার আলো ঘরে-ঘরে পৌছানোর লক্ষ্যে স্থানীয় জনসাধারনের সাহায্য ও সহযোগিতা নিয়ে তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় নিজস্ব বাসভবনে গড়ে তুলেছিলেন বিন্যাফৈর উচ্চ বিদ্যালয়। ১৯৭১ ইং সালে প্রথম জানুয়ারি মাসে বিদ্যালয়টি প্রথম স্বীকৃতি প্রাপ্ত হয়। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস