Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউআইএসসি

ইউআইএসসি বাংলাদেশের বিজ্ঞানের একটি অবিস্বরনীয় আবিস্কার।ইউআইএসসিএর মাধ্যমে সারাদেশের প্রত্যন্ত অঞ্চলের নিম্ন মধ্যবিত্ত ধনী গরিব সকল প্রকার জনগোষ্ঠির মানুষের দোড়ঘোড়ায় তথ্যসেবা পৌছেদেয়। এটি সাধারনত জনগনের সেবামূলক প্রতিষ্ঠান অর্থাৎ জনগনের প্রয়োজনে যাবতীয় তথ্যওসেবা দেওয়া ইইউআইএসসি’ রমূলকাজ। সাধারন এবং অবহেলিত মানুষের চাহিদামাত্এবং চাহিদা অনুযায়ী তথ্যসেবা দিয়েচাহিদা পূরণকরা। এরই ধারাবাহিকতায় সর্বপ্রথম বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীদেশ নেত্রী শেখ হাসিনা সর্বপ্রথম অনুধাবন করেন কারন তাঁরভিশন 2021 বাস্তবায়ন করতে গেলে ইউআইএসসি’ রবিকল্পনাই। এ উপলক্ষে ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে একটি করে ইউআইএসসি প্রকতষ্ঠা করার জন্য প্রদক্ষেপ গ্রহন করেন। যারদ্বায়িত্ব A2i কেদেন। সে অনুযায়ী প্রতি টি ইউনিয়নে তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি) নামে সেবা কেন্দ্র চালু করেন। তারপর থেকেএ প্রকল্পটি  A2i এর তত্বাবধানে পরিচালিত হয়ে আসছে।প্রতিটি ইউআইএসসিতে একজন পুরুষ এবং একজন মহিলা উদ্যোক্তা হিসেবে নিযুক্ত  করেন, মূলত উদ্যোক্তাগনই মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন 2021  অর্থাৎ2021 সালের মধ্যে ডিজিটাল বাংলোদেশ গড়ার প্রধান মাধ্যম হিসেবে নিরলস কাজ করে তথ্য ও সেবা মানুষের দোড় গোড়ায়  পৌছে  দিয়ে বাস্তবায়নের দিকে অগ্রসর হচ্ছে, ইউআইএসসি’র সেবা বহুমুখী বিধায় সাধারন জনগন খুবসহজেই সেবা পেয়ে উপকৃত হচ্ছে। তাই বর্তমান বাংলাদেশের জনগন অতিশ্রীঘ্রই ডিজিটাল  বাংলাদেশ হওয়ার স্ব চোখে প্রত্যক্ষ করবে। ডিজিটাল বাংলাদেশ  গড়ার লক্ষে হলো জনগনের দৌড় গোড়ায় সেবা পৌছানো।

                                                                                                                  মো: অনিক রেজা